জোছনা ও জননীর গল্প (মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস)

হুমায়ূন আহমেদ নিজেকে বাংলা-সাহিত্যে অমর করে রাখার জন্য যে কয়েকটা বই লিখে রাখছিলেন এই বইটা সেগুলোরই একটা।

আমার এখনো মনে আছে ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়াকালীন সময়ে বইটা আমাকে উপহার দিসিলো আমার বন্ধু ওমর ফারুক। টানা তিনদিন বই পড়ে শেষ করসিলাম। বই শেষ করার পর বুঝতে পারসিলাম তিনদিন বাসা থেকে বের হইনি। এমন না যে আমি অনেক বইপোকা একজন। কিন্তু হুমায়ূন আহমেদকে যে ট্যালেন্ট আল্লাই দিসে ফিকশন লেখার সেটাই আপনাকে টেনে নিয়ে যাবে শেষ পর্যন্ত।

এই উপন্যাস পড়লে রথ দেখা আর কলা বেচা একসাথেই হবে। উপন্যাস পড়বেন সাথে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাও জেনে যাবেন। “হালকা কিংবা ঘন” পাকিস্তান-প্রীতি থাকলে সেটাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। মাথার ব্রেইন আল্লাহ যদি খুলে দেয় তাহলে বুঝবেন যে “শাসকের কোন ধর্ম থাকে না”

আপনার প্রিয়জনকে বই উপহার দিতে চাইলে এই বইটা পছন্দের তালিকায় রাখতে পারেন!

রকমারী.কমের লিঙ্ক রইলো নিচেঃ 👇👇
Previous Article

Monthly Overtime Report Template

Next Article

হেলো আর হর্ণের মায়াজালে

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨