
হেলো ইফেক্ট হচ্ছে- “কোন মানুষের শুধুমাত্র পজিটিভ বৈশিষ্ট্য দেখে যখন আমরা তার ব্যাপারে ওভারঅল পজিটিভ ধারণা পোষণ করি।”
উদাহরণস্বরুপঃ কোন সুদর্শন মানুষ দেখলে আমরা প্রথমে ধরে নিই উনি সৎ, পরিশ্রমী, বন্ধুভাবাপন্ন মানুষ হবেন।
পক্ষান্তরে কোন কুৎসিত চেহারার মানুষ দেখলে মনে করি -এই লোকটা পকেটমার কিংবা ধান্দাবাজ কিংবা নেশাগ্রস্থ লোক হবে। এটাই হর্ণ ইফেক্ট।