
খাঁটি বাংলায় বললে পয়সা উসুল করতে গিয়ে অনেক সময় আমরা যে ফাঁদে পা দেই, সেটাই সাঙ্ক কস্ট ফ্যালাসি।
একটু টার্মটার দিকে লক্ষ করি। Sunk হচ্ছে Sink এর past participle. মানে অলরেডি ডুবে গেসে🤦♂️🚢. Sunk cost হচ্ছে কোন বিজনেসে আপনার যে টাকাটা ইতিমধ্যেই খরচ হয়ে গেসে। যা আর Recover করা যাবে না। Sunk cost fallacy হচ্ছে আমাদের ব্রেইনের সীমাবদ্ধতা।
এই জিনিসটা সম্পর্কের ক্ষেত্রে হয়, বিজনেসের ক্ষেত্রে হয়।
ধরুন, আপনি একটা মুভি ৩০মিনিট ধরে দেখলেন। আপনি বুঝে গেসেন যে এটা দেখলে কেবল সময়ই নষ্ট হবে। তৎক্ষণাত বন্ধ না করে আরো দেড় ঘন্টা ধরে মুভিটা দেখলেন শুধুমাত্র এই কারণে যে আপনি প্রথম ৩০মিনিট দেখসিলেন।
কিংবা, কোন বিজনেসে আপনি প্রাইমারী ইনভেস্টমেন্ট করে ফেলসেন এরপর ক্লিয়ার বুঝতে পারলেন এটার আসলে ইন-ফিউচার কোন রিটার্ণ পাবেন না। তারপরেও এটা থেকে সরে আসলেন না শুধুমাত্র প্রাইমারী ইনভেস্ট করে ফেলসেন এই কারণে। এটাই সাঙ্ক কস্ট ফ্যালাসি।

Examples of sunk costs:
- Money spent on marketing
- Research costs
- Software installation
- Equipment
- Salaries and benefits
- Facilities expenses
- Time spent in a relationship