সিগারেট 🚬 সাইজের গল্প?

অল্প কয়েকটা শব্দে বা বাক্যে একটা পুরো গল্প বলার স্টাইলকে বলা হয় অনুগল্প

ইংরেজিতে বলা হয় Flash Fiction. আরো বেশ কিছু নাম আছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং নাম বোধহয় “Smoke Long Fiction“- অর্থাৎ, একটা সিগারেট খেতে যে সময় লাগে তাতেই আপনার গল্পটি পড়া হয়ে যাবে !!!

সবচেয়ে ছোট ফ্ল্যাশ ফিকশান ধরা হয় আর্নেস্ট হেমিংওয়ের লেখা ছয় শব্দের একটি গল্পকে।

For sale: Baby shoes, never worn.

by Ernest Hemingway

নিচে আরো দুটি Flash Fiction উপহার দিলাম!

১. সবচেয়ে ছোট হরর গল্পঃ

The last man on Earth sat alone in a room. There was a knock on the door.

– Fredric Brown

২. বিধবার প্রথম বছরঃ

Title: Widow’s First Year

I kept myself alive.

– Joyce Carol Oates.

আমাদের দেশীয় অনুগল্পের স্বাদ পেতে খেরো অনুগল্প সমগ্র পড়া যেতে পারে।

Previous Article

সার্চ করলে গাছ লাগায় যারা

Next Article

অনলাইনে বই লিখে অর্থ উপার্জন কি সম্ভব?

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨