নিচের শব্দগুচ্ছগুলো একটু খেয়াল করেন.. অক্সিমোরন কী এটা বুঝানোর জন্য লিখা .. (offend হইয়েন না কেউ আবার!)
- সতী পতিতা
- সৎ রাজনীতিবিদ 😉
- সুখী দম্পতি 🤣
- অবলা নারী 😎

সুতরাং, Oxymoron হচ্ছে – এমন সব শব্দগুচ্ছ (সাধারণত দুই শব্দ) যেগুলো ভীষণভাবে পরষ্পর বিরোধী। অর্থাৎ দুটি পরস্পর বিরোধী শব্দ একটি মাত্র অভিব্যক্তিতে আবদ্ধ হয়ে একটি ধাঁধার ভাব-কল্প তৈরী করে, তাকে অক্সিমোরন বলে।
মজার ব্যাপারটা হলো-Oxymoron টার্মটা এসেছে গ্রীক থেকে।
“oxy” অর্থঃ তীক্ষ্ণ, তীব্র
“moron” অর্থঃ বোকা, নির্বুদ্ধি
So oxymoron is itself a bit of, well, an oxymoron. 🤣