
Pica হচ্ছেঃ নন-ফুড আইটেমের প্রতি ক্রেভিং বা নন-ফুড আইটেম কনজিউম করার নাম।
এটি এক ধরণের Eating disorder (সাইকোলজিক্যাল ডিজঅর্ডার)
ছোট বাচ্চারা খেলনা বা অন্য নন-ফুড আইটেম যে মুখে দেয়, এটা কিন্তু পিকা না। এটা জাস্ট নতুন পৃথিবীর প্রতি ওদের কৌতূহল।
পিকা’র পেশেন্ট গ্লাস, লোহা, ইট, পাথর, চক, সাবান, পেপার, মাটি ইত্যাদি এইসব খাবে।

Michel Lotito – পিকা’য় আক্রান্ত সবথেকে বড় সেলিব্রিটি। এই লোক তার জীবনকালে আস্ত এক এরোপ্লেন খাই ফেলসিলো। গিনেজ বুক কর্তৃপক্ষ একটা ব্রাসের তৈরী শুভেচ্ছা স্মারক দিসিলো – বেটায় ওইটাও খায় ফেলসে! wtf 😲😲
