
অমিতাভ-অভিষেক পিতা-পুত্র জুটি অভিনীত Paa মুভিটি হয়ত অনেকেই দেখেছেন। মুভিতে অমিতাভ একটি বিরল রোগে আক্রান্ত শিশুর চরিত্রে অভিনয় করেন। রোগের কারণে তাকে দেখায় বুড়োদের মত যদিও সে স্কুলে পড়ে। এই রোগটির নামই হল প্রোজেরিয়া।
গাল-ভরা নামঃ Hutchinson-Gilford Progeria Syndrome (HGPS)
প্রোজেরিয়ায় আক্রান্ত বেশিরভাগ শিশু ১৩ বছর বয়সের পরে বাঁচে না। পৃথিবীব্যাপী প্রতি চল্লিশ লক্ষ শিশুর জন্মের সময় একজন এই রোগে আক্রান্ত হতে পারে।
Sam Berns নামের একজন প্রোজেরিয়ায় আক্রান্ত শিশু TEDx-Talks এ স্পীচ দিয়েছিল। টাইটেল ছিলোঃ My philosophy for a happy life. মোটিভেশানের প্রয়োজন হলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন।
