
ছবির ছোট ছোট বোটগুলোকে কী বলে তাতো সবার জানা……
হ্যাঁ, Kayak
আসেন তাইলে এই Kayak দিয়েই নতুন একটা জিনিস জানার চেষ্টা করি।
খেয়াল করসেন Kayak কে উল্টে লিখলেও Kayak ই হয়?
এই ব্যাপারটাকেই ইংরেজীতে প্যালিনড্রোম বলে।

এটা শুধু শব্দের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সংখ্যা, Date stamp বা বাক্যও এর মধ্যে পড়বে।
কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তবেঃ
madam
racecar
10801
02/02/2020
A man, a plan, a canal – Panama
বাংলায় এদেরকে “দ্বিমুখী শব্দ” বলে। যেমনঃ নয়ন, দরদ ইত্যাদি।