ময়ূর ইংরেজী কী?

Male হলেঃ Peacock.

Female হলেঃ Peahen.

Gender neutral টার্মও আছে একটাঃ Peafowl.

→ উত্তরটাকে এবার একটু ইন্টারেস্টিং Makeover দেয়া যাকঃ

“ইয়াজিদি” নামে একটা মাইনর রিলিজিয়াস গ্রুপ আছে ইরাক বেইজড যারা কিনা সরাসরি শয়তানের উপাসনা করে। (যদিও তারা এটা স্বীকার করেনা)

এখন কথা হচ্ছে এর সাথে ময়ূরের সম্পর্ক কি? let’s see!

এই ইয়াজিদি রিলিজিয়নের সেন্ট্রাল ফিগারের নাম “তাউসি মেলেক” যেটা কিনা একটা কুর্দিশ শব্দ, যার অর্থঃ Peacock angel.

দেখলেন কিভাবে ময়ূর রিলেটেড হলো এবার!

এখন এই যে “ময়ূর ফেরেশতা” বা Peacock angel – একে ইয়াজিদিরা যে বর্ণনা দেয় তাতে ফিগারটাকে আব্রাহামিক রিলিজিয়াস perspective থেকে দেখলে দেখা যাবে এই জিনিস আসলে স্বয়ং ইবলিশ।

রিলিজিয়াস আদলে মে বি এরাই একমাত্র গ্রুপ যারা কিনা Devil Worshipper!

Previous Article

শপিংমলে ঢুকার পর ভুলে যান কী উদ্দেশ্যে গেসিলেন?

Next Article

কিডন্যাপারের সাথে সখ্যতা???

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨