
ব্রন্নি ওয়্যার একজন অস্ট্রেলিয়ান লেখিকা, গীতিকার, এবং মোটিভেশনাল স্পিকার।
উনি প্যাল্লিয়েটিভ কেয়ারে নার্স হিসেবে কাজ করতেন। কয়েকমাসের মধ্যেই মারা যাবেন এমন মারাত্মক সিরিয়াস সব রোগীরা আসতেন সেখানে। ভদ্রমহিলা রোগীদের সাথে কথা বলতেন। তাদের জীবনের শেষ কয়েক সপ্তাহ তিনি কাছ থেকে তাদেরকে দেখেছেন। তিনি তাদের জিজ্ঞেস করতেন, তাদের জীবনের সবচেয়ে বড় পরিতাপের বা অনুশোচনার বিষয়গুলা কী কী?
রোগীরা উত্তর দিতেন। সেইগুলো নিয়ে তিনি আবার একটা বই লিখে ফেলেন। “দি টপ ফাইভ রিগ্রেটস অব দি ডাইং” নামে।

পাঁচটা টপ রিগ্রেটস তিনি দেখছিলেন বেশী কমন, যেগুলা প্রায় সবাই ই বলতেন।
সেগুলা হলো-
১. আমি যদি অন্যের প্রত্যাশা মত নিজের জীবন-যাপন না করে নিজের মত করে বাঁচতে পারতাম। আমার যদি সেই সাহসটা থাকত।
২. আমি যদি এত কাজ, এত পরিশ্রম না করতাম।
৩. নিজের ইচ্ছা, অনুভূতি প্রকাশের মত সাহস যদি আমার থাকত।
৪. আমি যদি আমার বন্ধুদের সাথে থাকতে পারতাম আরো বেশী।
৫. আমি যদি আরো সুখী বা খুশী থাকতে পারতাম।
তো, মৃত্যুশয্যায় আফসোস করতে না চাইলে এখন থেকেই বদলে ফেলুন নিজেকে।