Anecdotal fallacy কী?

এনেকডোট জিনিসটা চলুন আগে বুঝে নিই।
“রিয়েল পার্সন কিংবা রিয়েল ইন্সিডেন্ট নিয়ে ছোট্ট কিন্তু মজার স্টোরি যেটা কোন বিষয়ে উপসংহার টানার জন্য কিংবা কোন পয়েন্ট মেইক করার জন্য বলা হয়, সেটাই এনেকডোট।”
আমরা আড্ডায় কিংবা ফ্যামিলি অনুষ্ঠানে প্রায় সবাই এনেকডোট বলে থাকি।
আপনি কেমন ভুলোমনা হয়েছেন সেটা বুঝাতে গিয়ে যখন বলেন – “গতকাল হঠাৎ চশমা খুঁজতেসি .. পরে দেখি চশমা আমার চোখেই দেয়া ছিল” ….. এই যে আপনি একটা এনেকডোট বললেন।
ফ্যালাসি হচ্ছে একটা আইডিয়া যেটা অধিকাংশ মানুষ মনে করে সত্য, আদতে সেটা মিথ্যা।
লজিক্যাল ফ্যালাসি হচ্ছে ভুল-যুক্তি কিংবা কু-যুক্তি।

Anecdotal Fallacy হচ্ছে এক ধরণের লজিক্যাল ফ্যালাসি।
একজন মানুষ তখন নিজের পার্সোনাল কোন এক্সপেরিয়েন্সকে সাধারণ তথ্য হিসেবে উপস্থাপন করে।
নিচের গল্পটা দেখেনঃ
হাকিমপুরী জর্দা’র মালিক ৯১ বছর বয়সী মোঃ কাউছ মিয়া এক ইন্টারভিউতে বলেন –
অনেকে বলে-তামাকজাত পণ্যে ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। আরও বহু কথা।
যে কোনো জিনিস পরিমিত পরিমাণে খেলে সমস্যা নাই। আপনি যদি অতিরিক্ত পরিমাণে ভাত খান, সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার নিজের কথাই বলি-আমি তো নিয়মিত জর্দা খাই, এখনো।
কই আমার তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ছোটবেলা থেকেই জানি পীর-আউলিয়া পানের সঙ্গে জর্দা সাদাপাতা খেতো।
কাউছ মিয়া এখানে এনেকডোটাল ফ্যালাসি করেছেন। একটু সার্চ করলেই পেয়ে যাবেন জর্দা (Chewing tobacco) আপনার স্বাস্থ্যের কি কি ক্ষতি করতে পারে।