
ছবিতে যাকে দেখতেসেন এই ভদ্রলোকের নাম জ্যাক নিকলসন। যারা meme একটু বেশী পছন্দ করেন তারা এই ছবিটাকে জানবেন “Here’s Johnny” meme হিসেবে। যারা ক্লাসিক মুভি পছন্দ করেন তারা এতক্ষণে বুঝে গেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এটা আসলে Horror Cult Classic “The Shining” মুভির একটা আইকনিক শট। স্টিফেন কিং’য়ের গল্প অবলম্বনে স্ট্যানলি কুবরিকের মাস্টারপিস।

গল্পের কেন্দ্রীয় চরিত্র জ্যাক টরেন্স (ফ্যামিলি সহ) কলোরাডোর “ওভারলুক” হোটেলে অফ-সিজনে (উইন্টার) দেখাশোনার জন্য দায়িত্ব নেয়। যেটা কিনা একদম আইসোলেটেড। গল্পের শুরুটা এভাবে…
কেবিন ফিভার হচ্ছে এই জাতীয় একটা পরিস্থিতি … অর্থাৎ, লম্বা সময়ের জন্য কেবিনে আটকে পড়া…এবং, এই কারণে সাইকোলজিক্যাল যে সব চেইঞ্জ দেখা যায় একজন মানুষের ভেতর… (নোটঃ দ্যা শাইনিং এর কন্টেক্সট কিন্তু কেবিন ফিভার থেকে অনেক অনেক ব্যাপক)
২০২০ সালের করোনাকালীন পরিস্থিতি কিন্তু আমাদেরকে কেবিন ফিবারের ছোঁয়া কিছুটা হলেও দিয়ে গেসে।
কেবিন ফিবারের সহজ ডেফিনিশন সম্ভবত এটাঃ the feeling of being angry and bored because you have been inside for too long. (ক্যাম্ব্রিজ ডিকশনারি)