এই লেখার প্রথম টাইটেল দিসিলাম “আমার ভাবনা”। নামটা মনে ধরতেসিলোনা প্রথম থেকেই। সৌভাগ্যক্রমে এর চেয়েও ভালো একটা নাম পেয়ে গেলাম সাবস্ট্যাকের পাবলিকেশানের নাম সিলেক্ট করতে গিয়ে। পলায়ে যাইতে চাওয়া ভাবনাদের নাম “fleeting thoughts” হওয়াই কি যুক্তিযুক্ত না?
এদেরকে যদি অতিদ্রুত বেগে কাগজে-কলমে কিংবা Google Keep-এ বন্দী করা না যায় তাহলেই কাজ শেষ। এরা হয়ে যায় ফেরারী।