fleeting thoughts

এই লেখার প্রথম টাইটেল দিসিলাম “আমার ভাবনা”। নামটা মনে ধরতেসিলোনা প্রথম থেকেই। সৌভাগ্যক্রমে এর চেয়েও ভালো একটা নাম পেয়ে গেলাম সাবস্ট্যাকের পাবলিকেশানের নাম সিলেক্ট করতে গিয়ে। পালিয়ে যেতে চাওয়া “ভাবনা”দের নাম “fleeting thoughts” হওয়াই কি যুক্তিযুক্ত না?

এদেরকে যদি অতিদ্রুত বেগে কাগজে-কলমে কিংবা Google Keep-এ বন্দী করা না যায় তাইলেই কাজ শেষ। এরা হয়ে যায় ফেরারী।

  • অহংকার ‘মনে’ আসে পা টিপে টিপে,
    তাই যায় না বোঝা খুব সহজে।
  • চিরায়তঃ
    “প্রথমে দর্শনধারী
    তারপরে গুনবিচারী”
    . . .
    ভিন্ন দৃষ্টিকোণঃ
    “ক্ষণিকের দর্শনধারী,
    যদি না গুণের অধিকারী”
  • পয়সা ঝনঝনায়,
    টাকা চুপচাপ
  • প্রকাশ্যে শাসন,
    ভালোবাসুন গোপন
  • ঐশীবাণী ব্যতীত আর সবই Opinion,
    সঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে।
  • প্রকৃত নাস্তিক কখনোই ঈশ্বরকে গালি দেন না।
  • প্রযুক্তি দূরের মানুষকে কাছে নিয়ে এসেছে ঠিকই কিন্তু কাছের মানুষকে দূরে-বহুদূরে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত।
  • যারা প্রত্যাখ্যাত হবার ভয়ে তটস্থ, তারা গ্রহণ হবার আনন্দ থেকেও বঞ্চিত।
  • মানুষ ব্যতীত স্বজাতির কষ্টে আনন্দিত হয় এরুপ প্রাণী বোধহয় আর একটিও নেই।
  • একজন নিরহংকারী মানুষ দেখার খুব ইচ্ছা। মনে হচ্ছে এই ইচ্ছাটা কখনো পূরণ হবার নয়।
  • ব্যস্ততা থেকে অবসরের তিক্ততাই বেশি।
  • সন্তান
    সঠিক ভালোবাসায় মানব,
    ভুল ভালোবাসায় দানব।
  • মনের সংকীর্ণতাকে খুব কম মানুষই জয় করতে পারে।
  • বিত্তের দৈন্যতার চেয়ে মননের দৈন্যতা নিকৃষ্টতর।
  • বন্ধুর প্রশংসা আর শত্রুর সমালোচনা কোনোটাই পাত্তা দেওয়ার কিছু নেই।
    দুটোই পক্ষপাতদুষ্ট (biased) হবার সম্ভাবনা বেশী।
  • বিপরীত মতকে চেপে ধরা মানুষের সহজাত বৈশিষ্ট্য।
  • আমি একটি অদৃশ্য বৃত্তে বাস করি।
    অদৃশ্য বলেই একে অতিক্রম করা সম্ভব নয়।
  • We take our Parent’s LOVE & SACRIFICE for granted.
    That’s why they are the most devalued persons on earth.

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨