সত্য দিয়ে লেখা শুরু হোক। আমি এখনো মুরাকামির কোন উপন্যাস পড়িনি। রিয়াজ মোরশেদ সায়েমের “মুরাকামির হাফ ডজন” অনেকদিন হলো কিনেছি। অনেক কষ্টে একটা গল্প পড়েছি- “কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি”। দোষটা পুরোপুরি আমারও না। সত্যি বলতে অনুবাদটা আমার কাছে ভালো লাগেনি।
এখন যে বইটা নিয়ে লিখতে যাচ্ছি সেটা আসলে মুরাকামির “সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা” নিয়ে আলভী আহমেদের একটা সংকলন।
চট্টগ্রাম বাতিঘরে হাঁটতে হাঁটতে একটা প্রচ্ছদে চোখ আটকে যায়। মুরাকামির নাম আগেই জানতাম কিন্তু সেদিন শুধুমাত্র প্রচ্ছদের গুণে বইটা পড়া শুরু করলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা সত্যিকারের ভালো অনুবাদ আর চমৎকার উপস্থাপনের শক্তি আমি টের পেলাম সেদিন। মুরাকামির কথাগুলো পড়তে পড়তে ভাববেন, আরে! লেখক হওয়া তো তেমন বড় কোন ব্যাপার না। নিজের অজান্তেই লেখালেখি করার একটা তীব্রতাও অনুভব করতে পারেন খুব সম্ভবত।

একজন লেখক কিভাবে চিন্তা করেন, চরিত্র কিভাবে সাজান, আইডিয়া কোথা থেকে আসে এইসবই পাবেন এই বইয়ে। আমার কাছে একজন লেখকের গল্প বা উপন্যাসের চেয়েও লেখক ভদ্রলোকের দর্শন পড়তেই বেশী ভালো লাগে। মানে গল্পের ভেতরের গল্প আরকি। বিহাইন্ড দ্যা সিনও বলতে পারেন।
আলভী আহমেদের সাবলীল অনুবাদ আর মুরাকামির নিজস্বতা আপনার অজান্তেই টেনে নিয়ে যাবে বইয়ের শেষ অবধি।
বইটাকে তিনটা স্পষ্ট ভাগে বিভক্ত করা হয়েছে। সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা। বক্তৃতার অংশটুকু ভালো না লাগলেও বাকী দুটো সেকশান আশা করি পছন্দ হবে।
সাক্ষাৎকারঃ এই অংশে মুরাকামির তিনটা সাক্ষাৎকার রয়েছে ভিন্ন ভিন্ন সময়ের।
- ডেবোরাহ ট্রিজম্যানের মুখোমুখি – “দ্যা নিউইয়র্কার ফেস্টিভ্যাল”।
- ‘লিবারেশান’ ইন্টারভিউ – করোনাকালে কেমন কাটছে তাঁর জীবন।
- ‘প্যারিস রিভিউ’ ইন্টারভিউ – আর্ট অব ফিকশন।
বক্তৃতাঃ এই অংশে মুরাকামির দুটা স্পিচ সংকলন করেছেন অনুবাদক।
- কাতালুনিয়া আন্তর্জাতিক পুরস্কার – তোমরা শান্তিতে ঘুমাও, এই ভুল আমাদের আর কখনো হবে না।
- জেরুজালেম পুরস্কার – আমি বরাবরই ডিমের পক্ষে।
স্মৃতিকথাঃ এই অংশে মুরাকামির স্মৃতিকথা রয়েছে দুইটি।
- লেখা শুরুর গল্প – আমার ‘কিচেন টেবল ফিকশন’ জন্মের ইতিকথা
- বার্থডে অনার – আ ট্রিবিউট ফ্রম মুরাকামি
বইটির প্রচ্ছদ, অঙ্গসজ্জা, বিষয়বস্তু, অনুবাদের মান সবদিক থেকেই নিঃসন্দেহে অসাধারণ একটি বই। প্রিয়জনকে উপহার দিতে কিংবা নিজের জন্য সংগ্রহে রাখতে নিচের লিংকে ঢুঁ মারতে পারেন একবার।
রকমারী লিংক- হারুকি মুরাকামি : সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা (হার্ডকভার)