
খুব সম্ভবত মনটা ভাঙ্গে ক্লাস নাইনে পড়ার সময়। বন্ধু শরফুদ্দিন জাহেদ যখন বললো – রেসলিং খেলা পুরোটাই ভুয়া, বানোয়াট, সাজানো। সেই সময় পর্যন্ত “দ্যা রক” আর “ট্রিপল-এইচ” এর ডুয়োটাই বেস্ট ছিলো। এরপর অনেক বসন্ত পার হলো।
জানতে পারলাম প্রো-রেসলিং এ হিরোয়িক ফিগার বা Good Persona যারা প্লে করে তাদেরকে বলে “বেবিফেইস” কিংবা শুধুই “ফেইস”।
আর ভিলেন/রুলব্রেকার Role যারা প্লে করে তারা হলো “হিল”।
প্রো-রেসলিং এর সবটাই যে স্ক্রীপ্টেড এগুলো এখন আর কারোই অজানা নয়।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ কেউ নস্টালজিক হয়ে পড়লে কর্তৃপক্ষ দায়ী থাকবে না 😎😜