কাজের সময় হাতের কাছে কিছু পাওয়া যায় না কেন?

মিসির আলী সিরিজের বৃহন্নলা নামে একটা বই পড়ার সময় মার্ফি সাহেবের নাম প্রথম জানতে পারি।

নিচে বইয়ের সেই অংশটুকু হুবহু তুলে দিলামঃ

বছর তিনেক পরের কথা।

সন্ধ্যা সাতটার মতো বাজে। একটা ‘সেমিনার টক’ তৈরি করছি। বিষয়- পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি, কাজ শেষ না করে উঠবো না।

মার্ফি’স ল বলে একটা ব্যাপার আছে। মার্ফি’স ল বলে- Anything that can go wrong, will go wrong- আমার বেলাও তাই হল। একের পর এক সমস্যা হতে লাগল। লিখতে গিয়ে দেখি বলপয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই।

এই টাইপের ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে হরহামেশাই ঘটতেসে। আমার ক্ষেত্রে – জ্যামের কারণে বাস থেকে নেমে গেলেই দেখি বাস ছেড়ে দিসে। কি বিরক্তিকর একটা ব্যাপার !

মার্ফি সাহেবের সূত্র নিচের কিছু উদাহরণে আরো পরিষ্কার হবে। দেখবেন আপনার জীবনেও মার্ফি সাহেব অনেকবার হানা দিয়েছে ইতোমধ্যেই…

  • জেলী বা বাটার মাখানো পাউরুটি যদি হাত থেকে পড়ে যায় তাহলে দেখবেন জেলী বা বাটার মাখানো দিকটাই নিচের দিকে ফ্লোরে পড়সে 😐
  • বর্ষাকালে যেদিন ছাতা নিয়ে বের হবেন না সেদিন বৃষ্টি সুনিশ্চিত 😣
  • কোন লাইনে দাঁড়িয়ে আছেন। লাইন আগাচ্ছে না। যেই মাত্র লাইন বদলে ফেলবেন সেই মাত্র খেলা শুরু!! 🙄

এই যে ব্যাপারটা লক্ষ্য করে মার্ফি সাহেব কিছু Law ফেঁদে বসছেন। চলেন একনজর দেখি ব্যাটায় কি বলে-

1. In any field of endeavor, anything that can go wrong, will go wrong.

2. Left to themselves, things always go from bad to worse.

3. If there is a possibility of several things going wrong, the one that will go wrong, is the one that will cause the most damage.

4. Nature always sides with the hidden flaw.

5. If everything seems to be going well, you have obviously overlooked something.

Previous Article

ফোবিয়া এবং ফিলিয়া কী?

Next Article

রমিজউদ্দীনের বোকামী!

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨