দুনিয়ার জীবনে সুখ কিংবা দুঃখ কোনটাই চিরস্থায়ী নয়।
আপনি জীবনের প্রথম চাকরী পেলেন। কেমন খুশি লাগবে বলেন তো!
কিন্তু এক মাস পর সেইম লেভেলের খুশি কি আপনি থাকবেন? একবছর পর? পাঁচবছর পর?
উত্তর হচ্ছেঃ না। আপনার সুখের লেভেল সময়ের সাথে সাথে নিউট্রাল হয়ে যাবে।

অন্যদিকে আপনার কোন নিকটাত্মীয় মারা গেলেও আপনার দুঃখবোধের তীব্রতা সময়ের সাথে সাথে স্বাভাবিক অবস্থায় উঠে আসবে।
এই যে আমরা সুখ কিংবা দুঃখ যে এডোপ্ট করে নিই, এটাই হেডোনিক এডাপটেশান বা, হেডোনিক ট্রেডমিল। সুতরাং, আপনি যে মনে করতেসেন iPhone 15 pro নিলেই আপনি চিরস্থায়ী সুখী হয়ে যাবেন ব্যাপারটা আসলে তা না!