
কোন শব্দের সাথে “Philia” থাকলে বুঝবেন এটা দিয়ে কোন কিছুর প্রতি “Strong Affinity” অর্থাৎ, তীব্র আকর্ষণ বোঝাচ্ছে। 😀
আর “Phobia” থাকলে উল্টো অর্থাৎ, কোন কিছুর প্রতি ভীতি বোঝাচ্ছে। 😩
উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা।
Neophilia মানে হলোঃ নতুন যেকোন ব্যাপারে তীব্র ভালোবাসা বা আকর্ষণ।
ব্রেইনক্যান্ডি সিরিজটা যদি আপনার ভালো লাগে তাইলে বুঝবেন আপনি Neophiliac 😜
Neophobia মানে তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, নতুনের প্রতি ভয়।
আমাদের ওল্ড জেনারেশানের মধ্যে এই জিনিসটা স্মার্টফোন আসার পর আমরা দেখতে পাই। কেউ কেউ খুব দ্রুত আগ্রহের সাথে এটা শিখে নেন আর কেউবা এটা ব্যবহারে অভ্যস্থ হতে দীর্ঘ সময় নিয়েছেন।
খুব সাধারণ কয়েকটি ফোবিয়া কী কী?
- এরাকনোফোবিয়া 🕷️ (মাকড়সার ভয়);
- অফিডিওফোবিয়া 🐍 (সাপের ভয়);
- গ্লস্যোফোবিয়া 🗣️ (পাবলিক স্পিকিং এর ভয়);
- এক্রোফোবিয়া ⛰️ (উচ্চতাভীতি) ইত্যাদি।
আল্লাই দিলে সবগুলাই আমার আছে 🤣🤣🤣