
“অন্ধের হাতি দেখা” এই টাইপের একটা গল্প আমরা সবাই টেক্সটবুকে পড়েছি।
ছয়জন কিংবা সাতজন অন্ধকে হাতি দেখতে! কিংবা এক্সপেরিয়েন্স করতে দেয়া হয়। এরপর যখন তাদের জিজ্ঞেস করা হলোঃ হাতি দেখতে কেমন?
তখন তারা তাদের অনুভূতি ব্যাখ্যা শুরু করে। কারো কাছে হাতি দেয়ালের মত, কারো কাছে দড়ির মত কিংবা কারো কাছে বর্শার মত।
রাশোমন ইফেক্ট হল সিনেমার গল্প বলার এবং লেখার একটা পদ্ধতি যেখানে একটি ঘটনায় জড়িত ব্যক্তিরা পরস্পরবিরোধী ব্যাখ্যা বা বর্ণনা দেয়, ফলে একই ঘটনার বিভিন্ন দৃষ্টিকোণ এবং দৃষ্টিভঙ্গি বের হয়ে আসে।
The Rashomon effect is a phenomenon that describes how multiple people can have different, but plausible, accounts of the same event. It’s often used to describe the unreliability of eyewitness testimony.

আকিরা কুরোসাওয়া প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং চিত্রনাট্যকার। বিংশ শতাব্দীর সেরা পরিচালকদের মধ্যে তিনি একজন। তিনি ১৯৫০ সালে “রাশোমন” নামে একটা সিনেমা বানান।