ধাঁধাঁ

প্রশ্নঃ মাছেরা তাদের টাকা-পয়সা কোথায় জমা রাখে?

উত্তরঃ অফকোর্স .. রিভারব্যাঙ্কে (River bank)

প্রশ্নঃ লোহিত সাগরে একটা হলুদ টুপি পড়লে কি হবে?

উত্তরঃ ভিজে যাবে।

প্রশ্নঃ আমাকে কেউ পছন্দ করে না কিন্তু আমাকে দেখলে হাততালি দেয়। আমি কে?

উত্তরঃ মশা

প্রশ্নঃ কোন জিনিসের নাম নিলে ভেঙ্গে যায়?

উত্তরঃ নীরবতা

প্রশ্নঃ একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই সঠিক। প্রশ্নটি কি?

উত্তরঃ তোমার/আপনার নাম কি?

প্রশ্নঃ কোন জিনিসটি আপনার একান্ত নিজের কিন্তু আপনার চেয়ে অন্যেরা বেশী ব্যবহার করে?

উত্তরঃ আপনার নাম।

প্রশ্নঃ ব্রেকফাস্টে কোন দুটি জিনিস আপনি কোনোভাবেই খেতে পারবেন না?

উত্তরঃ লাঞ্চ এবং ডিনার।

Previous Article

Catch-22 Paradox

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨