কিডন্যাপারের সাথে সখ্যতা???

আগস্ট ১৯৭৩!

সুইডেনের রাজধানী স্টকহোমের একটা ব্যাংক ডাকাতি হয়। নাম “Sveriges Kreditbank” (কষ্ট করে পড়ে নেবেন!🤣) ব্যাংকের চারজন কর্মকর্তাকে ছয়দিন ব্যাংকের ভল্টে আটকে রাখা হয়।

এই ভয়াবহ সময়ে ডাকাত এবং ভিক্টিমদের মধ্যে একটি আপাতদৃষ্টিতে অসামঞ্জস্যপূর্ণ বন্ধন তৈরি হয়েছিল। একজন জিম্মি তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রীর সাথে একটি টেলিফোন কলের সময় বলেছিলেন যে, তিনি তার অপহরণকারীদের উপর সম্পূর্ণ আস্থা রাখেন কিন্তু ভয় পান যে ভবনটিতে পুলিশ হামলায় তার মৃত্যু হবে!! 🙄

পুরাই উলটা কেইস!

তো এখান থেকেই আমরা পাই স্টকহোম সিনড্রোম!

বিনোদনের মাধ্যমে পুরো বিষয় বুঝতে চাইলে দেখতে পারেন ইমতিয়াজ আলীর “হাইওয়ে” মুভি।

নোটঃ এফবিআই’র তথ্য অনুসারে, মাত্র ৮% জিম্মির ক্ষেত্রে স্টকহোম সিনড্রোমের ব্যাপারটি লক্ষ করা যায়।

Previous Article

ময়ূর ইংরেজী কী?

Next Article

কেন আমরা সবাই ডিসকাউন্টের পাগল?

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨