গল্পটা আমাদের অনেকেরই জানা। গল্পের সামারী এন্ড সাবসটেন্স হচ্ছেঃ এক রাজার অসুখ কোন ভাবেই সারছে না দেখে চিকিৎসকরা পরামর্শ দিলেন সুখী মানুষের জামা পরলেই রাজা সুস্থ হয়ে উঠবেন। খুঁজতে খুঁঁজতে পাওয়াও গেলো একসময় সুখী মানুষ। তো রাজার সেনাপতি লোকটাকে বললো – তোমার একটা জামা দাও আর কত দাম চাও বলো। ওই লোক উত্তর দিলো – আমার তো কোনো জামা নেই।
ফোবিয়া এবং ফিলিয়া কী?
কোন শব্দের সাথে “Philia” থাকলে বুঝবেন এটা দিয়ে কোন কিছুর প্রতি “Strong Affinity” অর্থাৎ, তীব্র আকর্ষণ বোঝাচ্ছে। 😀 আর…